তোমার দুরন্ত চোখে গ্রেপ্তার হয়েছি
স্বপ্নচারী হয়ে তোমার শহরের পথে এসেছি
সে পথে চললে মানুষের অঢেল ভিড়ে আমি পথ হারিয়ে ফেলি
হেঁটেই যায় হেঁটেই যায় তবুও পায় না তোমার পথের গন্তব্য।
বীজগণিতের সূত্র বদলে যায় তোমার নীল চোখে জোছনার চেয়েও তীব্র বিকৃষ্ণ
আমি চেয়ে থাকি ঢের বেশি চেয়ে থাকি তোমার দিকে
মাটির বুক থেকে উপড়ে ফেলা গাছেদের যেমন তীব্র যন্ত্রণা ঠিক সেরকম ভয়ঙ্কর হয়ে কিংবা মৃত হয়ে বেঁচে আছি শুধু তোমার দেওয়া অসুখে।

তোমার দুরন্ত চোখে গ্রেপ্তার হয়েছি বিষণ্ণতার বৃষ্টিতে ভিজে
দিন যায় রাত যায় - একটা কথা তোমাকে বলা হয়নি
যে কথা তোমার জন্মের তৃতীয়াংশ বয়সের সমান
তুমি জানো না সেকথা কিংবা উপলব্ধির করতে চেয়েছো বহুবার
আর যখনোই বেশি উপলব্ধি করতে চেয়েছিলে তখনই তোমার শিরায় টান ধরে তুমি ভুলে ফেলেছো সেকথার উপলব্ধির ভাষা।
সময় বদলে যায় মানুষের বয়স বাড়ে
হঠাৎ পথে মুখোমুখি হলে তুমি মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যাও আমাকে উপেক্ষা করে
আমি উপেক্ষার ভাষা বুঝি না
এ কারণেই আমি প্রেমিক হতে পারিনি তোমার
আর তুমি অনুশোচনার দগ্ধ আগুনে পুড়তে পারোনি কখনো এ কারণে তুমি প্রেমিকা হতে পারোনি আমার
তবুও বলতে হয় যে দুরন্ত নীল চোখে গ্রেপ্তার হয়েছি
সে আমার প্রেমিকার চোখ সে আমার ভালোলাগার
সে চোখের চাহনী ভুলবার নয়
সে প্রেম ভুলে থাকার নয় !!


Copyright Reserved
   ©Abhijit Halder
     12.04.2024