তোমাকেই খুঁজেছি আজীবন
পৃথিবীর সমস্ত পথে পথে আমি হেঁটে বেড়িয়েছি
শুধু তোমার জন্য
শুধু তোমারি জন্য।