তোমাকে চিনেছি মনে প্রাণে বিশ্বাস অবিশ্বাসের মেলবন্ধনে
বৈচিত্র্যময় অগ্নি জোয়ার ভাটার টানে।
মরুফুলে সাম্রাজ্যের নাগাল ছুঁতে পারেনি নিরাশার মেঘবন্ধন
প্রেমের পৃথিবীতে কেউ ভালোবাসতে আসেনি দুচোখে একুশ শতকের চন্দ্রালোকিত শতাব্দী
হৃদয়ের রক্তের স্রোতে কিংবা মৃত্যুহীন অসহায়ত্বার ভিতর।
নিষিদ্ধ অরণ্যের দিনরাত্রি পেরিয়ে
আমি এসেছি তোমাকে চিনে নিতে
তুমি বললেই পৃথিবী রঙীন
ধুলোর মতো আস্তরণ বিছিয়ে অনুভবের আলোছায়ায়।