নীরবে বয়ে যায় সময় হাতের আঙ্গুল বেয়ে
কেউ কথা রাখেনি তেইশ বছর
কেটে গেছে বসন্ত কেটে গেছে হাড়হিম করা শীতের প্রহর।
তারপরও আমি বসে আছি
সেই পথের ধারে
যেখানে তুমি বলেছিলে
আসবে ফিরে।
কুয়াশা ভেজা সকালে
শিশির ভেজা রাতে
আমি আজও গুনছি
প্রতীক্ষার প্রহর।
হয়তো তুমি আসবে না
জানি আমি--
তবুও এই মন
আশা রাখে
কারণ আমি যে
তোমার অপেক্ষায়
বেঁচে আছি
তেইশ বছর ধরে।।