স্বপ্ন পার করে এসেছি নীরব বসন্তে
ধুলোর আস্তরণ বিছিয়ে অনুভবের রাতে
হারিয়ে গেছে বহু স্বপ্ন মৃত পাখির ডানার রৌদ্রে।
অসংখ্য মিছিলের পদযাত্রায় শ্লোগান থাকে না
থাকে শুধু অন্ধকার বিসর্গ চেতনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা আগামী আলোর বেরিয়ে আসে।