প্রশ্ন করো নিজেকে চলার পথে
প্রশ্ন করো অপরকে বিধর্মীর পথে
হাসিখুশি কিংবা দুঃখী হৃদয়ে।
পথের নির্দেশনা ছেড়ে আসা অতীত ছাপ একসময় মুছে যায় রোদ বৃষ্টি ঝড়ে
থাকে না সেখানে হারিয়ে যাওয়া স্মৃতিচিহ্ন টুকুও।
শূন্যতা আর ছেড়ে যাওয়া মুহূর্ত কখনো জীবন্ত দাবানলের চেয়েও ভয়ঙ্কর
কাঠফাটা রোদের প্রখরতায় জলের উচ্ছলতা বাড়ে শুধু শুধু নয় তৃষ্ণার মেহেরীন সংশ্লিষ্টে।
হা হুতাশের তীব্রতা বাড়িয়ে কতটা দূরত্ব চাই পৃথিবী থেকে মানুষের ভিতর তা ভাগ্যের অঙ্গুলি জুড়ে আবহমান চিরস্থ।
প্রশ্ন করো নিজেকে চলার পথ
প্রশ্ন করো অপরকে বিধর্মীর পথে
কখনোই কোনো উত্তর আসবে না জবাব হিসেবে
রঙীন পাখি ভুলে যায় রঙের মহত্ব আর বেঁচে থাকার অভিনবত্ব।