শূন্যস্থান রাখতে রাখতে পৌঁছে গেছি শূন্যতার পথে
পায়ে হাঁটা পথ চোখে সমুদ্রের বিসর্জন দিয়ে
ভালোবাসার কবিতা লিখে শব্দের গভীরতা জেনেছি আর মানুষকে বুঝিয়েছি নবগত শৃঙ্খলার আকুরক্ত।