শুধু রাতের শব্দ নেই
আমি আছি চোখের সমুদ্রের ভিতর ভয়ঙ্কর প্রতাপে।
বিবেকহীন পথচলা দিশাহীন পথচলা নীরব বেদনার নীল জোনাকির বুকে বুকে ব্যথার অঙ্গীকারে ব্যস্ত থেকে।