সংকল্পের অধ্যায়গুলোতে স্মৃতির ছাপ পড়েছে জীবন্ত
কিংবদন্তি নয় কিংবা নয় স্টিফেন হকিং
আইজ্যাক নিউটন নয় আমি নয় তো কোনোই বিজ্ঞানী।