সকালের সোনালী আলো,
পাখিদের মিষ্টি সুর।
প্রকৃতির অপরূপ রূপ,
মন করে ভরপুর।
নদীর ধারে সবুজ ঘাস,
ফুলের সুবাস চারিধার।
নীল আকাশের মেঘের ভেলা,
যেন স্বপ্ন দেখার বাহার।
শিশিরের ভেজা ঘাসে,
পায়ে পায়ে হাঁটাচলা।
শান্ত শীতল হাওয়া বয়,
মনটা যেন হয় উতলা।
সন্ধ্যা নেমে আসে ধীরে,
আকাশে তারার মেলা।
চাঁদের আলোয় মুগ্ধ ধরা,
সবাই মিলেমিশে খেলা।