সময়ের পর সময় বয়ে যায় নীরবে
ঝরে যাওয়া গাছের ফুলের চেয়েছি অভিক্ত
নির্মল সংশয়ের জন্য এতটা পথ চলা অভিমানে।
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করিয়ে
সংগ্রাম মানুষের সম্মুখে সম্মুখে অগ্রসর হতে।
সময়ের পর সময় ফুরিয়ে যায় নীরবে
জীবন থেকে হারিয়ে যায় সমস্ত গুরুত্বপূর্ণ স্মৃতি।