একটি ভয়ঙ্কর বিদ্রোহের পর ফিরে এসেছি নিছক কালো অন্ধকারে
মায়াবী চোখে উদ্ভট কল্পনা জাগে
রজনীর নিস্তব্ধতায় বুকে জড়িয়ে ওঠা লতাপাতার আবেগঘনতা নীল রঙের।
চেয়ে দেখেছি আবার না চেয়েছি দেখেছি
এই বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত ছায়াঘেরা অন্ধকার বিসর্গ চেতনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা যুবতীর প্রেমের চেয়েও গভীর।
সময় আর অভিনয়ের ভিতর থেকে ফিরে এসেছি
জানিনা বুঝিনা দিগন্ত জুড়ে হা হুতাশের তীব্রতা বাড়িয়ে কতটা দূরত্ব চাই কতটা ভালো থাকা যায়
এই অভিমানী জীবনের প্রদীপের আলোর পথের কিনারায়।