শুধু মুখ তুলে একটুখানি তাকাও হে প্রভু আমার অন্তরের ভিটা
তুমি আছো তাই এ দেহে প্রাণ আছে
তুমি আছো তাই এ পৃথিবী আছে।
তুমি আছো তাই আছে পৃথিবীতে সমস্তকিছু।
অন্তরের ভিতর জ্বলজ্বল করে জীবনের প্রদীপ সেটা আপনারই দেওয়া হবে প্রভু পরমেশ্বর।
সত্যের সন্ধানে তুমি থাকো সদা নির্মল।
আমরা পাপীর দাস চিরকাল
হে প্রভু ক্ষমা করে দিও সকলের অন্তত
তুমি আছো তাই এই বেঁচে থাকা বোধায়
তুমি আছো তাই এই পৃথিবীতে আরো বাঁচতে স্বাদ জাগে অসম্ভব সুন্দর।