শপথ নেওয়া মানুষ নয় আমরা
মৃত - পুরোপুরিই মৃত আমরা
পোড়ামাটির অমৃত গন্ধে।
অসময়ে ঝরে যাওয়া গাছের পাতা আমরা
পথে প্রান্তরে হারিয়ে যায় মাটিতে বিলীন হই চিরকাল
নিজের অস্তিত্ব থাকে না পূর্ণ সমবেদনায়
ধ্রুবসত্যের পথে আঁধারের মায়াতে চলি চিরকাল।

শপথ নেওয়া মানুষ নয় আমরা
শিশুদের সরলতম সমাজের নাগরিক নই আমরা
মৃত - পুরোপুরিই মৃত চিরকাল।
পরম সত্যের পথে মানুষ চলতে পারে না কখনও
আমরা তুচ্ছ আমরা পাপী আমরা ভয়ঙ্কর অতিথী
পৃথিবী জানে সেকথা - তবুও মেনে নেয়।
শপথ নেওয়া মানুষ নয় আমরা
শুধুমাত্র সুবিধাভোগী হতে জ্যোৎস্না খসায় বুকে।।


© Copyright Reserved
       Abhijit Halder
         15.12.2023