আয়না দেখে কী বুঝবে তুমি?
মুখোশ কি খুলবে আজ?
ভিতরকার সেই মানুষটি,
কী বলে তার সুরাজ?

অন্ধকারে চাপা পড়েছে,
মানবতার সেই আলো।
সত্যি আর মিথ্যার খেলায়,
নাই কোনো পথচল।