আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি চেয়েছি
রাত্রি পেরিয়ে রাত্রি অপেক্ষা করেছি বহুকাল বহু নক্ষত্র
তুমি যেমন কথা দিয়ে কথা রাখোনি তেমন।
হতাশার চিহ্ন এঁকে দেয় বেদনার নীল রঙের ক্ষত
কেউ থাকে না দেখবার !
নীরবে নিভৃতে নিগাঢ়তার ভিড়ে অন্ধকারের ভিতর বেড়ে উঠি একটু একটু করে।