কবিতা:- রাত নামে - চারিদিকে অন্ধকার হয়
লেখক:-অভিজিৎ হালদার

রাত নামে --- চারিদিকে অন্ধকার হয়
ভয় ঘনায় , সংকটের পাখি ডাকে ;
আকাশের বুকে তারা ওঠে ফুটে
সে চলে যায় ভয়ে ;
বড়ই ভয় পায় সে
আমি নীরবে চলি চলার পথে পথে।
সে ফিরে আসে আবার জোনাকির পথ ধরে
আমি তারে দেখি, হৃদয়ের কথা বলি
নির্জনে ঘিরেছে অন্ধকার ,
সাইনবোর্ডে তাঁর নাম লেখা
সারারাত তার সাথে হয়েছে পরিচয় :
হাজারো ব্যস্ততাকে পিছে ফেলে।
কোন সে ইশারা তারে আমার কাছে ডাকে
প্রফুল্ল হৃদয়ের অনুভবে ,
সবুজ ঘাসের ডগায় শিশির জমে
এতো সহজ আরো সহজ শান্তি
গভীর থেকে গভীরে
নক্ষত্রের শব্দ শুনি।
সমস্ত দিন তার কথা ভেবে ভেবে
কখন যেন দিন শেষ হয়ে যায় ;
মুখোমুখি বসিবার প্রয়োজন হয়
তারপর সে আমার উপন্যাসের নায়িকা হয়ে যায়।।