পৃথিবীতে তোমাকেই চেয়েছি আজীবন
তারাদের রূপরেখায় স্বপ্ন মৃত চোখে নাগরিক প্রবঞ্চনায়।
হাসিখুশি নয় বেদনাভরা সংগ্রামে।
বিপ্লবের পতাকা উড়িয়ে মিছিলের জয়গান নীরব আলোর পথে।