পৃথিবীর গান, এক নতুন সুর,
যেখানে সব মিথ্যা হয় দূর।
আলো ঝলমল, অন্ধকার শেষ,
সত্যের পথে এগিয়ে চলে দেশ।
কুসংস্কারের বাঁধন ভেঙে যায়,
নতুন দিনের আলো এসে যায়।
হিংসা, দ্বেষ, আর হানাহানি,
সবকিছু যায় দূরে, হয় শেষ।
মানুষে মানুষে ভালোবাসা বাড়ে,
প্রকৃতির কোলে শান্তি ফিরে আসে।
নদী, পাহাড়, আর সবুজ বন,
সবকিছুতেই এক নতুন জীবন।
পৃথিবীর গান, এক স্বপ্নময়,
যেখানে সব ভালো, সব সুন্দর হয়।
মিথ্যা আর খারাপের বিনাশ হয়,
সত্য আর সুন্দরের জয় হয়।।