তোমার চোখের গভীরে আমি
হারিয়ে যাই বারে বার,
যেন এক সমুদ্রের মাঝে
খুঁজে পাই নতুন পার।
তোমার চোখের তারায় দেখি
স্বপ্ন হাজারো রঙের খেলা,
যেন এক মায়াবী দুনিয়ায়
ভালোবাসার মেলা।
তোমার চোখের চাহনিতে
লুকানো কত কথা,
যেন এক নীরব কবিতায়
গাঁথা প্রেমের গাঁথা।
তোমার চোখের আলোতে
দূর হয় সব আঁধার,
যেন এক স্নিগ্ধ প্রভাতে
খুলে যায় মনের দুয়ার।
তোমার চোখের দৃষ্টিতে
পাই আমি শান্তি সুখ,
যেন এক শীতল ছায়াতে
জুড়িয়ে যায় বুক।।