কবিতার পাতায় ভেসে ওঠে
নীল আকাশ, নক্ষত্রের আলো।
কিতাদুরস্ত সৌন্দর্য্যের বেশে
দেখা দাও তুমি চোখের পলকে।
এই পৃথিবীর রুদ্ধ প্রাচীর ভেদ করে
ধরণীর ললনা হয়ে প্রেমিকা হও!
অংশুমালী প্রান্তরের ঘাসে
অক্ত হয় বারে বারে।
রাতের সচেতন কোলাহলে
সঙ্গ ত্যাগ করে অক্ষদন্ড।
যখন অক্ষৌহিণী সমস্ত প্রেমিকদের
নিয়ে গেলো,রণভূমিতে-
তখন সকল প্রেমিকাদের কী অবস্থা হয় ?
অগ্রজ হল একটি প্রেমিক
অগোচরে রব রব প্রেমিকার কথা
কে বা শুনবে তার কথা!
কত প্রেমিক মারা গেলো এভাবে
শূন্য হৃদয়ে;- শত শত বছর ধরে-
অথচ যে প্রেমিকা চোখের জলে
সমাজের মানুষের বুক ভাসিয়ে দিলো-
তখন সে ও হয়ে গেলো অনীশ্বরবাদী
অনুক্ষণ অন্য গ্রহের নারী।
তুমি প্রেমিকা হও প্রেমিকা
হতে চেয়ে ও না নারী!
জ্বলে উঠুক পৃথিবী, রক্তাক্ত হোক পথ
তবুও চোখের দৃষ্টি প্রেমিকের হোক।
কালো মেঘপুঞ্জে ভরে উঠুক আকাশ
প্রেমিকা তুমি সাগর হও অনুপল।