চোখের আলোয় স্বপ্ন আঁকা,
হৃদয় জুড়ে প্রেমের বাঁকা।
দুজন মিলে এক পৃথিবী,
ভালোবাসার নেই তো ছবি।
হাতটি ধরে পথ চলা,
দুঃখ-সুখের সব বলা।
চোখের ভাষায় কথা হয়,
মনটি যেন পাখি রয়।
চাঁদের আলোয় রাত জাগা,
স্বপ্নের দেশে পথ রাঙা।
দুজন মিলে এক আশা,
ভালোবাসার নেই তো ভাষা।
বৃষ্টি ভেজা মিষ্টি হাওয়া,
ভালোবাসার গান গাওয়া।
দুজন মিলে এক জীবন,
প্রেমের আলোয় রাঙা মন।।