সবুজ শ্যামল বনভূমি,
পাখির ডাকে মন জুড়ায়।
নদীর ধারে শান্ত বাতাস,
মন যেন হারিয়ে যায়।
সকালের সোনালী আলো,
ফুলের গন্ধে মন মাতাল।
সন্ধ্যার আকাশে তারার মেলা,
স্বপ্নগুলো হয় বিশাল।
চাঁদের আলোয় নীরব রাত,
জোনাকির মিটিমিটি আলো।
প্রকৃতির এই অপরূপ রূপ,
মনকে করে আরও ভালো।।