আকাশ জুড়ে তারার মেলা,
চাঁদের আলোয় স্বপ্ন খেলা।
বাতাসে সুর ভেসে আসে,
মনটা যেন হারিয়ে হাসে।
সবুজ ঘাসে শিশির কণা,
ভোরের আলোয় নতুন সূচনা।
পাখির গানে জাগে সকাল,
প্রকৃতি যেন রূপের আকাল।
নদীর বুকে ঢেউয়ের খেলা,
মাঝির কণ্ঠে মধুর ভেলা।
দূরের বাঁশি সুর তোলে,
হৃদয় আমার আনন্দে দোলে।
সন্ধ্যে নামে পাখির নীড়ে,
আলো আঁধারের মিষ্টি ভিড়ে।
জোনাক জ্বলে মিটিমিটি,
স্বপ্নের দেশে চলি ছুটি।।