সকালের সোনালী আলো,
জাগায় মনকে ভালো।
পাখির মিষ্টি গানে,
প্রকৃতি হাসে প্রাণে।
ফুলের সুবাস ভাসে,
মনটা যেন হাসে।
শিশির ভেজা ঘাসে,
পা রাখি আলতো আসে।
নদীর কলতানে,
মন হারায় গানে।
মেঘের ভেলায় ভেসে,
স্বপ্ন যায় মিশে।
চাঁদের আলো রাতে,
তারা জ্বলে সাথে।
শান্ত নীরবতা,
জুড়ায় মন তথা।