শীতল হাওয়ায় ভেসে আসে,
পাহাড়ি ঝর্ণার গান।
সূর্যের কিরণ ছুঁয়ে বলে,
এসো প্রকৃতির দ্বার।

সবুজ ঘাসে ছুঁইয়ে দাও,
তোমার মন ভার।
নদীর স্রোতে ভেসে যাবে,
সব দুঃখের পাল।