পরাধীন জীবন যাপন আমাদের
একান্ত নীরব।
শূন্যতার সমুদ্রে বৃষ্টি নামিয়ে পরাধীন হয়েছি বিষণ্ণতার জনমিছিলে।
একান্ত নীরবে বহু পথ হেঁটে গেছি বেনীল আকাশের প্রতিবিম্ব দূরত্বের ছায়া পেরিয়ে
বাতাসের গতিবেগ আর মেঘেদের দাপট ভয়ঙ্কর
দীর্ঘ রজনীর নিস্তব্ধতায় বুকে জড়িয়ে যায় নিলামে মানুষ।