আমি একাই পথ চলছি
দীর্ঘ পথ অজানা পথ
স্বপ্নের ভিতর যে পথের শেষ থাকে না
সে পথে চলছি।
পাহাড় সমুদ্র মরু পেরিয়ে দীর্ঘ পথ
জনমানবশূন্য গভীর অরণ্য আর ছায়াঘেরা প্রহর
এ নিয়েই একই পথ চলছি দীর্ঘশ্বাসে।

মানুষ একা পথ চলে
পৃথিবীর একা বয়ে চলে আপন মনে
দীর্ঘ জীবন ধরে অস্তিত্ব আমাদের
অতীত সভ্যতা নতুন যুগ আর আবিষ্কারের সূত্র
সমস্তকিছুই বাস্তব থেকে কঠিন।
সরলপথে মানুষের জনমিছিল চলে
কিন্তু কঠিন পথে মানুষ একা চলে দীর্ঘকাল।।


© Copyright Reserved
     Abhijit Halder
        18.12.2023