নয়ন মেলে দেখেছি তোমাকে আমার হৃদয় মাঝারে
চোখে চোখে আত্মত্যাগ বাড়ে
বীরত্ব মাটিতে বিলীন হয়ে যায় ঘুর্ণিপাকে।
ভালোবাসা দিয়ে রঙের মিশ্রণে গড়েছি শুকতারা বিচ্ছেদ।
কেউ জানেনি পায়ের নীচে কতটা মাটির স্থান ছিল
কেউ জানেনি থেকে যাওয়ার অভ্যাস কতটা !
কেউ কেউ নখের রাজত্বে আঁচড় কেটে গেছে বেনিয়ম ভালোবাসায়
আবার কেউ পৃথিবীর শূন্যদিগন্তে হারিয়ে গেছে স্বপ্নের প্রেমিক হতে চেয়ে।