নিয়মের কঠিন পরিহাসে একদিন সবকিছু শেষ হবে
থাকবে না কোনোকিছু নিয়মে।
হাতের বৈচিত্র্য নক্ষত্রের ক্ষয়ে যাওয়া সংগ্রাম সবই
পথের নির্দেশনা বিচ্ছিন্নতাবাদী সংগঠন থীনদীর্ঘত্ব।


নিয়মের কঠিন পরিহাসে পথ ভুলেছে জীবন
রাতের নিঃসঙ্গ তারা জানে আকাশের সংকট
শূন্যতা শুধুই শূন্যতা ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীর মায়াবী পথে প্রান্তরে।
প্রাণের আলাপ চিরভয়ার্থ রণমিছিলের পথে এগিয়ে আন্দোলন গড়ে।