নিঃশ্বাসে বিশ্বাসে আছে অস্তিত্ব
মিলেমিশে থাকি জলের স্বচ্ছসৌহার্দে
প্রাণের দিশায় দাবিদার কেউ নেই
একটার পর একটা গাছেদের বিহ্বলতা নিয়ে জেনেছি বেনীফৌর আকুলতা।
নিঃশ্বাসে বিশ্বাসে মিলিয়ে গেছে বস্তু
জানেনী কেউ স্বাধীনতার স্বাদ বিবেকবোধ
রক্ত চক্ষু একতা কাপুরের বিপরীতে বেড়ে ওঠে।
দুদিনের রাজত্বে কেউ কেউ রাজত্ব হীন
তবুও মানুষ পরাজয় মেনে নিয়েছে অতি নিশ্চিত।