নীরবে দাঁড়িয়ে বিরহের আগুনে দাবানল
দেখা নেই দূর সীমানার আতঙ্ক
হৃদয়ের গভীরে জমে আছে ব্যথা অপার
যেন কোনো মহাসাগরের অথৈ জলরাশি
স্মৃতির অতলে ডুব দিয়ে খুঁজি সেই সুখ
যা হারিয়ে গেছে সময়ের স্রোতে বহুদূর
নিঃসঙ্গতার আঁধারে পথ হারানো পথিক
আলোর দিশা খুঁজে ফেরে ক্লান্ত নয়নে
আশার প্রদীপ জ্বেলে রাখি অন্তরের কোণে
হয়তো একদিন মিলবে সেই স্বপ্নের ঠিকানা।।