নীরব সময় বয়ে যায় নীরবে
নীলচে বেদনার দীপ জ্বেলে।
নয়নের জলে ধুয়ে যাওয়া ফুলের বিলাসিতা
কেউ বোঝে না কেউ বোঝে না।
আমি অসহায় পথিকের হৃদয়ের ভাষা কুড়িয়েছি দুহাত ভরে।
গোলাপের সুরভী উষ্ণ মরুভূমির মরীচিকার পেছনে ছুটে চলে
চাতকের মতো ক্রমাগত জীবন বেড়ে ওঠে বিতৃষ্ণার জঠরে।
নীরব সময় বয়ে যায় নীরবে
নীলচে দীপ জ্বেলে।
আকাশের মেঘছায়া রঙে কি আছে বারুদের মিশেল
নাকি পুরোটাই মনুষত্বের অবক্ষয় গাছে গাছে সংশয়।
আগামীর অস্তিত্ব শপথের বৈধতায় আত্মসংহুতির বিপ্লব আসে রজনীর নিস্তব্ধতায়
কেটে যায় বেরঙীন বহু রজনী নিদ্রাহীন চোখে নির্লিপ্ত বাসনায়।।