এখানে সমাহিত জীবনের অধ্যায়
প্রস্ফুটিত ফুলের আঙিনায় ভালোবাসা নেই অসম্ভব সুন্দর।
দৃশ্য অদৃশ্যের খবরের শিরোনামে অগ্নিশপথ
আমি চৌরঙ্গী পথের পথিক শূন্যতা আঁকি অবান্তর।
চাঁদের পাহারায় হাতছানি দিয়ে ডাকে কে
অভিনয় ছুড়ে দিয়ে পরিণতি বেশ ভয়ঙ্কর
কারে ডাকি কারে ডাকি
অপরিচিতহীন পাখির ডাকে সাড়া নেই গ্রীল্যব্র উদগ্রীব।
চঞ্চল বিশুদ্ধ সরোবরে অলৌকিক চিরতা
উড়ে যাওয়া সময় ফিরে আসে না
রজনীর শোকে কাতর অস্তিত্ব মিলেমিশে হাহাকার।