বিরহে ছুঁয়ে যায় হৃদপিন্ডের অস্তিত্ব
মিলেমিশে থাকে একাকার
কেউ নেই পৃথিবীর দুচোখে রাত্রির পাহারাদার হয়ে
হিসেব থাকে না বহু কিছুর
হিসেব থাকে না মানুষের হিসেব থাকে না জন্মের।
সত্যের জন্য এগিয়ে যায় আগামীর দিকে
সাফল্যের পরীক্ষা এগিয়ে আসে
পথচলতি মানুষের ভিড়ে আমি এগিয়ে জমি অসমাপ্ত বাক্যের গভীরতা দিয়ে ।