নেই উন্নত শির
ভুলে গেছি বেনীল আকাশের আগামী
রাত্রির দহনে একটুকরো চাঁদের আলো পড়ে আছে
বাতাসের প্রহরে উবে যায় সমস্তকিছু।
নয়নের জলে ধুয়ে যায় সংগ্রামের পথ।
আলোর পথ থেকে অন্ধকারের পথে চলি
দীর্ঘদিন রাতের শহর নিস্তব্ধতায় ভরে থাকে
রঙের ভিতর রঙ ছড়িয়ে ছিটিয়ে থাকে
পৃথিবী বিষণ্ণতার বৃষ্টিতে ভিজে ভিজে একাকার হয়।
এই মুহূর্তে কিছু নেই দুচোখে
শুধু হেরে গেছে মানুষ আর হেরে গেছি আমি।
আলোকিত পথে অন্ধকার থাকে
নামহীন প্রেমিক প্রেমিকারা এই শহরের পথ ধরে
চোখের ভিতর কষ্ট জমিয়ে রাখা উৎসব
রক্তের চিহ্ন রয়েছে অজস্র জন্ম
জন্মের পর আরো জন্ম
ধীরে ধীরে মানবিকতার অজুহাত থাকে।
রাতের বিপ্লব রাতে আসে
নতুনের পথে অনন্ত ছুঁয়ে যায় হৃদপিন্ড
অগ্নিপরীক্ষার পর দিগ্বিজয়ী বীরত্ব আসে এই পৃথিবীর জনপ্রাচীরে।
নেই উন্নত শির
ভুলে গেছি অজস্র শপথ
সমস্ত শপথ ভুলে গেছি বেনীল আকাশের প্রতিবিম্বের ছায়ায়।।
©Copyright Reserved
Abhijit Halder
08.03.2024