হাজার হাজার মানুষের ভিড়ে পথ হাঁটছি
ছায়াঘেরা অরণ্যের হৃদয়ের সন্ধিক্ষণে
আমৃত্যু তপস্যার অহঙ্কার থাকে মানুষের
প্রতিটি বসন্তে ফুলের যেমন পরিবর্তন ঘটে তেমন।
সমুদ্রের চোখে পুড়ে যাওয়া মাটির কণার অস্তিত্ব জুড়ে বিষণ্ণতার ঘ্রাণ মিলেমিশে থাকে।
নতুন সব কবিতা লেখার বদলে রাস্তাঘাটে ঘুরে কিছু হবে না
বিরহের সুরে সুরে মুক্তি নেই আছে শুধু মৃত্যুর চেতনা
শব্দের মিছিলে বাঁধা আছে পৃথিবীর প্রভুত্ব
কেউ নেই - ভালোবাসা টালোবাসা ভুলে সব আয় সকলে বিপ্লবের কিংবা দুঃখের কবিতা লিখি কিংবা নতুন কবিদের অন্ধকার স্বর্গের অপ্সরী নারীদের খুঁজি কবিতায়।
ভালোবাসা টালোবাসা ভুলে আমরা বাঁচতে শিখি
নতুন কবিরা আয় সকলে নতুন নতুন অজানা পথে চলার চেষ্টা করি
শপথের দিন শেষে প্রেমিক আর না হয় মানুষের কাছে
তবুও যেন সমাজের কাছে উচ্ছিষ্ট নাগরিক হতে পারি।
চোখের ভিতর রাত কাটিয়ে
বিরহের মস্তিষ্কের আলো ঢুকিয়ে আয় নতুন কবিরা আয়
ভবঘুরে না হয়ে আয় কবিতা বুঝতে শিখি
আয় সকলে কবিতার ভাষা বুঝি।।
© Copyright Reserved
Abhijit Halder
07.03.2024