এ জন্ম আগামী জন্ম সমস্তটাই তুলোধুনা
আলোকিত পথে অন্ধকার এগিয়ে আসে
শহসীন বিরোধের পর অদ্ভুত তেজ
মানিনা কিছু- এমনটা হওয়ারই কথা
কেন জানিনা জীবনের মর্মার্থ
কেন বুঝিয়া জীবনের সমস্ত পরাজয়ের নিপিড়ীত নীতি
এমনটাই তো বেঁচে থাকা বাকীটা তো ইতিহাস তৈরী।
পৃথিবীর পথে হাঁটছি ছায়াঘেরা অরণ্যের দিনরাত্রি বুকে নিয়ে
শুকনো মরীচিকার মতো হৃদয়
দুচোখে বিস্ময় আছে অবহেলা আছে অভিমান আছে
তবুও কোথাও শান্তি নেই ! না কোথাও শান্তি নেই।