এইখানে নীরবে বয়েছে সময়
ফুরিয়ে যাওয়া চোখে শেষ সংঘাত
মানিয়ে চলার পথে থেকেছি অজস্র জন্ম।
কোনো অভিযোগ রাখিনি মানুষের বিরুদ্ধে
কতটা মিথ্যা প্রতিশ্রুতি তে নষ্ট হয় সম্পর্ক
জানিনা - জানতেও চাই না।

পৃথিবীর সমস্ত ভালোবাসা ফুরিয়ে যায়
ক্ষয়ে ক্ষয়ে শেষ হয় মৃত স্বপ্নের মতো।
পারিনা কিছু বুঝতে চাই না কিছু
চালচুলোহীন পথের পথিক আমি
এ জীবনে পুরোই শূন্যতা ছড়িয়ে ছিটিয়ে থাকে একান্ত আপন হয়ে।
মনের গভীরে লুকিয়ে থাকে নতুনত্বের ছোঁয়া
অপছন্দের তালিকায় উঠে আসে নতুন নতুন সব বিষয়
যা কোনোদিন জানিনা বুঝিনা তাইই পৃথিবীর পথকে চালিত করে।

ভাগ্যের হাতে রঙ বদলের পাঁপড়ি
টিকে থাকার অধিকার ছন্নছাড়া হয় আজীবন
বেঁচে থাকার জন্য - কিংবা বাঁচার জন্য বাঁচতে হয় একান্ত বিশ্বস্ত আপন।
চেতনার চোখে কিছু তো আছে
মৃত্যুর সমান ইতিকথা অনুরোধিকায়।

রাতের বিপ্লব রাতে শেষ হয়
জড়তা বাড়ে, নীরবতার মধ্য দিয়ে এগিয়ে গিয়ে কেউ থাকে না সম্মুখে
এমনটাই আমাদের জীবন
এমনটাই আমাদের বেঁচে থাকা।।


© Copyright Reserved
      Abhijit Halder
        05.03.2024