সবকিছু ভুলে আমরা আবারও বাঁচতে শিখি
বাঁচার মতো বাঁচতে শিখি
যেমনভাবে আকাশ বাঁচে মেঘ বৃষ্টি রোদ ঝড়ে
তার চেয়েও সমান্তরাল হয়ে বাঁচি দুরন্ত।
আয় সকলে আয় সবকিছু ভুলে আমরা বাঁচতে শিখি
হাতের উপর হাত রেখে শপথ করে বাঁচতে শিখি।
প্রেম ভালোবাসা ভুলে আয় সকলে জোট বেঁধে বাঁচতে শিখি
চোখের জোরে বাঁচতে শিখি হাতের জোরে বাঁচতে শিখি।
পৃথিবীতে বিদ্রোহ আছে প্রেম আছে বিষণ্ণতা আছে
আয় সবকিছু ভুলে আমরা বাঁচতে শিখি
বাঁচার মতো বাঁচতে শিখি ----
দীর্ঘশ্বাসে আয় সকলে
প্রাণের হৃদস্পন্দনে আয় সকলে বাঁচতে শিখি
আয় সকলে আয় হাতের উপরে হাত রেখে বাঁচতে শিখি।
আয় সকলে আয় ডানা ভাঙা পাখিকে বাঁচাতে শিখি
জীবনের জন্য বাঁচতে শিখি
আয় সকলে আয় একসাথে জোট বেঁধে ভালোবাসা ভালোবাসাকে চুকিয়ে দিয়ে বাঁচতে শিখি।
রাত্রির দহনে একটুকরো বেশি নীরবতা কিনে
আয় সকলে আমরা বাঁচতে শিখি
মনের গহীনে প্রাণের আয়ুতে হাতের উপর হাত রেখে
আয় সকলে আয় বাঁচতে শিখি।।
© Copyright Reserved
Abhijit Halder
03.03.2024