কাব্যের জন্য পথ চলছি
কাব্যের জন্য অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে চলেছি
দূর বহুদূর তিশ্যনা প্রভাতের ভিড়ে রঙ হারিয়ে গেছে হৃদপিন্ডের ভারত মহাসাগরের বুকে।
মানুষের ভিড়ে মানুষ বাড়ে
হাতের নীচে সভ্যতা চাপা পড়ে যায় তবুও থাকে না বেঁচে থাকার অধিকার কিংবা আত্মমর্যাদা।

দুচোখে বিস্ময় জাগে
দুচোখে বর্ষা ঝরে অবিরত
মেঘে মেঘে যুদ্ধ আর রঙবদলের সময় আসে।

কাব্যের জন্য পথ চলছি
কাব্যের জন্য অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে চলেছি
দূর বহুদূর বশ্যতা স্বীকার করে না ! অভিজ্ঞান আলোক ছলনায়।
ভাগ্যের জন্য একটি অন্যতম রাতের কাব্য বেঁচে ওঠে পাথরের বুক থেকে সমুদ্রের গভীরে
হাতের আঙ্গুলের বাঁকে কিংবা মৃত গাছের জীর্ণ ডালে।
পাখিরা সেখানে থাকে না কারণ তাঁদের গন্তব্য বদলে গেছে দূর আকাশের পথ ধরে।
একটি নীল তারার চেয়েও কাব্যের মহত্ব অনেক আত্ম সমর্পনের
রোদে পোড়া রোদে জ্বলা বাবুই পাখির চেয়েও তীব্র দহনের।

কাব্যের জন্য পথ চলছি
কাব্যের জন্য অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে চলেছি
দূর বহুদূর তবুও কাব্যের ভালোবাসা অমরত্বের সমান
ঠিক ঠিকানার চেয়েও কাব্যের এই ভবঘুরে জীবন পথিকের ভালোবাসায় সিক্ত কিংবা পরিপূর্ণ অনন্তরাঙা সংগ্রাম।।


© Copyright Reserved
      Abhijit Halder
      02.03.2024