বিবেকের অহঙ্কারে হারিয়ে গেছে বহু রাত
বছরের পর বছর।
টিকে থাকার লড়াই এ আমরা কেউ পেরে উঠি না
ভাগ্যের কাছে হেরে যায় বারে বারে।
চোখের নীচে কালি জমে শুধু আগামী শপথের দিয়ে
তবুও ফেলে আসা দিনগুলো বহুমুখী মূলবান মনে হয়।
কিছু বলতে পারিনি সমাজকে
কিছু বলার জন্য আমরা আসিনি পৃথিবীর পথে পথে
গাছের পাতার মতো ঝরে পড়ি আমরা মরশুম শেষ হলে।
বিবেকের গাঢ়ত্ব অন্ধকারে আমরা ডুবে যায় হারিয়ে যায়
পৃথিবী মনে রাখে না আমাদের পরিচয়
দেশে দেশে আমরা পুরোপুরি নিঃসংগ হয়ে বাঁচি বেঁচে থাকার অভিপ্রায়ে।
জীবনের পথে জীবনের নামে
অজস্র অব্যক্ত প্রশ্ন জমা হয় বিনিদ্র রজনী নিদ্রাহীন চোখে
কীটের জীবাশ্মে প্রাণের আয়ু দীর্ঘায়িত করতে চেয়েও
পারিনা - সময় বড়োই অসহায়
সময় আসে আবার চলে যায় সমস্ত কিছুকে পিছনে ফেলে।
অভিনবত্বের অগ্নিদিশায় এই মনোবল চাঙ্গা দার্শনিকের হৃদপিন্ড ছুঁয়ে পথে পথে আলোর শূন্যতা খুঁজি
ছড়িয়ে ছিটিয়ে থাকা বিক্ষোভ আর বিবেকের ক্ষয় ও কৃতজ্ঞতারূপে।।
© Copyright Reserved
Abhijit Halder
01.03.2024