গভীর থেকে গভীরে স্বপ্ন মৃত হয়
মানুষের জীবন সংগ্রাম একান্ত নিজের নিজেই এগিয়ে যায়।
পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি হয়নি অসংখ্য মানুষ
হারিয়ে যাওয়া সভ্যতা রঙ বদলায়নি এখনও।
সম্পূর্ণ হৃদয়ের চরিত্রে বাস্তব মানুষ অসহায় চিরকাল
বিস্ময়ের সাগরে এলোমেলো জীবন একাকার
কেউ কথা রাখেনি
কেউ কথা রাখতে পারেনি
তবুও জীবন বদলায় জীবন থেকে হারিয়ে যায় অসংখ্য কিছু।
পৃথিবীর সমস্ত ভালোবাসা ক্ষয়ে যায় রজনীর নিদ্রাহীন চোখে
শোকের গভীরে ছায়া থাকে মৃত্যুদণ্ড সমান।
এই জীবনের সমস্ত আলো একসময় শব্দহীন জোছনার বুকে ছায়া ফেলে বিলীন হবে
পথের বাঁকে বাঁকে শূন্যতা ছড়িয়ে ছিটিয়ে।
মানুষের জন্য ভালোবাসা আবার মানুষের জন্য অবমাননা
জানিনা বুঝিনা কি থেকে কি হয়ে যায়
সমস্তকিছুই মাথা নত করে মেনে নিতে হয় একান্ত বিশ্বস্ত চেতনার সন্ধিক্ষণে।
আমাদের জীবন কংক্রিটের মতো কখনো শক্ত আবার কখনো ধুলোর মতো ভঙ্গুর।
জীবন সংগ্রামে বাড়ছে কত অতীত
তবুও থামেনি কেউ থেমেছে শুধু পরাজয়।।
© Copyright Reserved
Abhijit Halder
29.02.2024