জীবন বয়ে গেছে অসমাপ্ত উপন্যাসের শেষ পাতার নীচে
জীবন বয়ে গেছে শূন্যতার জনমিছিলে
জীবন বয়ে গেছে যুদ্ধের ময়দানে
জীবন বয়ে গেছে পুড়ে যাওয়া হৃদপিন্ডের ছাইয়ে
জীবন বয়ে গেছে মহাসাগরের অস্তিত্ব।
জানিনা কিছু - ছায়ারাত্তি ছন্নছাড়া
জীবন পথিক মর্যাদা নেই এভাবে।
প্রতিটি ভিন্ন মানুষের ভিন্ন চরিত্র রক্তমাংসে বাস্তব
জন্ম মৃত্যুর জন্য - রঙের চোখে এগিয়ে গেছি বেনীল আকাশের প্রতিবিম্বে দূরত্ব বজায় রেখে।
সমস্তকিছু এসেছে দারুণ পৃথিবীর কোলাহলে
মুখরিত সভ্যতা জানি না কতটা আপন
মুহূর্তের পর মুহূর্ত আসে আবার চলে যায়
জলছবি একসময় মুছে শুধু সাদা কালো কাগজ পড়ে থাকে।
স্মৃতিচিহ্নের প্রখরতা এগিয়ে বলিনি কেউ ভালো আছি
ভালোথাকাটা নিদারুণ যন্ত্রণা নয় !
ভয়হীন পথে হেঁটে যায় চঞ্চল পথিক হৃদয়ে দুঃখ পুষে
চেনা অচেনার ভিড়ে রঙ হারিয়ে রঙ আসে
তবুও এ জীবন বয়ে গেছে বাইশ বছরের পরে।।
© Copyright Reserved
Abhijit Halder
28.02.2024