নিখোঁজ হয়েছি - আছে শুধু চঞ্চল চোখের ভাষা
নীরব হয়েছি - এটিই আমার দুরন্ত মনের দশা।
রাতের জন্য নতুন কিছুর শুরু আর
শুধু শুধু হেরে যাওয়া।
নেই কিছু তুলনা করার - চোখে জল ভাসে গভীরপনা
বাতাসের প্রহরে উবে গেছে জীবাশ্ম চেতনা
চলি না পথ বরঞ্চ পথই আমাকে পথ চেনায়।

একজীবন সংগ্রাম মানুষের
একজীবন মৃত্যু মানুষের
একজীবন জন্ম মানুষের
একজীবন যুদ্ধ মানুষের
ডায়েরির প্রতিটি ভাজ জানে
আর জানে শিকড়ের সন্ধানে মাটির টান কতটা আপন।

জলের ভিতর খসে যায় স্বপ্নের পালক
অসংখ্য রঙের বাহার মিলে মিশে একাকার হয়ে গেছে কতকিছু
হিসেব নেই - হিসেব মেলাবার নতুনত্বের ছোঁয়া লাগে না মানুষের ভিতর।
জানাশোনা নেই পৃথিবীর ফুলে ভরা ঘ্রাণ
কেন নেই তার সঠিক দিশারা নেই
অভাবী হয়ে আমাদের অভিনবত্ব টিকে থাকে খসে পড়া দেওয়ালের গায় গায়।।


© Copyright Reserved
     Abhijit Halder
      27.02.2024