নক্ষত্র ক্ষয়ে যাওয়া বেদনা আমার বুকে
আকাশের দিকে তাকালে মনে হয় কিছু নেই অসহায়ত্বের বাকী
তবুও অসহায়ত্ব বেশি
সময় এসে বুঝিয়ে দেয় সমস্তকিছুর অনুহিত বোঝা না বোঝার মাপকাঠি।
আমার সম্পূর্ণ হৃদয়ের গভীরে ডুবে গেছে গোটা ভারত মহাসাগরের জাহাজ
বেদনা নেই আছে শুধু আক্ষেপ আর কিছু কিছু অভিনবত্ব অভিযোগ
শুকনো পাতার চেয়েও ভয়ানক মৃত্যুদণ্ড পাওয়ার চেয়েও বেশি।
পারছি না পৃথিবীর ঋণ শোধ করে সমস্ত কিছুকে একনিমেষে চুকিয়ে দিতে
পৃথিবীর কাছে ঋণ আমাদের চিরস্থায়ী।
নক্ষত্রের বুকে ঠাঁই নেই মানুষের
চলতি পথে থেমে যায় বারংবার তবুও হতাশা নেই
কারো জন্য ভালোবাসা নেই - কেনো নেই জানিনা
জীবনের কাছে আমাদের ব্যবধান ঢের বেশি উপলব্ধির
ঢের বেশি আত্মচেতনার।
এইসব সময়ের সাথে সাথে ক্রমে ক্রমে বাড়ছি বেরঙীন
বন্দীদশা থেকে মুক্ত হওয়ার জন্য সমস্ত মায়া ত্যাগ করে নতুন দিগন্তের পথে এগিয়ে যাচ্ছে আমাদের ভৈবব।।
© Copyright Reserved
Abhijit Halder
25.02.2024