শূন্যের পথে চলছি অনুভবে
আমি বলছি নতুন কিছু
ধরুন কোনো জনপ্রিয় বইয়ের উৎসর্গে কোনো অচেনা আমি অথবা অন্য কোনো যুবকের নাম।
মৃত্যু নেই শোষিত সমাজে
শুধু নিষিদ্ধ আমি কিংবা তুমি।
অতীতের রঙমশালে স্মৃতি জমে না
ঝরে পড়া সময় ফুরিয়ে যায়
আকাশের জনরোষে সংকট ভরা চিরস্থায়ী নতুবা একটু আলতো নিবিড় সম্পর্ক ভাঙনের ।
এতকাল নীরবে কাটিয়ে এসে
বিদ্রোহ এসেছে এখন
ঘোর বিদ্রোহ - যে বিদ্রোহ স্বাধীনতার কথা বলে না
ভালোবাসার কথা বলে না সে বিদ্রোহ এসেছে আজ নিদারুণ।
বইয়ের পাতা চেয়ে দেখে কিংবা আতিথেয়তার বিপরীতে আমার এ বিদ্রোহ অদ্ভুত।
এ বিদ্রোহ নিঃসঙ্গ চেতনার
এ বিদ্রোহ অদ্ভুত
এ বিদ্রোহ দূরত্ব গড়ার
এ বিদ্রোহ নিভৃতে নিগাঢ়তার।।
® Copyright Reserved
Abhijit Halder
19.02.2024