আজ সাগরের বুকে অঢেল নীরবতা
পৃথিবীর যেন শান্ত - মনে হয় চিরঘুরে ঘুমিয়ে গেছে এই প্রকৃতি ও সমাজের মানুষ।

আমার হারিয়ে যাওয়া সমস্তকিছুর ভিতর লুকিয়ে থাকে নতুনত্বের ছোঁয়া
পায়ে পায়ে যুদ্ধ আর স্বাধীনতা
কেউ বোঝেনি আগামীর শপথ কিংবা মৃত জোনাকির পালকগুলো
অরণ্যের অন্ধকারে ঢেকে যাওয়া মন
কেউ খোঁজেনি ভালোবাসা।

আমি কবিতার জন্য পৃথিবীকে বুঝেছি
আর এই কবিতার জন্য পৃথিবীর ভয়ঙ্কর পথ পাড়ি দিয়েছে দুচোখে সংকটের আঁধার জমিয়ে
তবুও মানুষ নেই - মানুষ অচল পয়সার মতো নীরব থাকে
কিন্তু এই নির্লজ্জ্ব সময়ের কাছে মলীন হয়ে যায় সমস্তকিছু।

পৃথিবীতে এ এক ভয়ঙ্কর প্রহর এসেছে নেমে
প্রকৃতি শান্ত মানুষ শান্ত তবুও আমি অশান্ত
তবে কি আমি মানুষ নয় !
এই কবিতা অন্ধকারের পথে আলো জ্বালিয়েছো
ভাত জুগিয়েছে পথের ক্ষুধার্ত মানুষের মুখে
তবুও এ কবিতার নেই চিরকাল বেঁচে থাকার অধিকার
ছেড়ে যেতে হয় - ছেড়ে যেতে হবে পৃথিবীর সমস্ত সুখ দুঃখে ভরা অনুনয় বিনয়।।


© Copyright Reserved
      Abhijit Halder
       18.02.2024