পাতা ঝরে গেলো গাছ থেকে
এখন সময় বিধর্মীর কথা বলে।
আমি জানা পথকে প্রত্যাখ্যান করেছি হাতের উপর পৃথিবী রেখে
পুড়ে যাওয়া মাটির ঘ্রাণ আর শুকনো পাতার অস্তিত্ব মিলেমিশে জ্বর এসেছে পুরুষের হৃদপিন্ডের শিরা উপশিরায়।

আমি মানুষ দেখেছি অমানুষ দেখেছি
আবার দেখেছি মিথ্যা প্রতিশ্রুতির উথালপাথাল
রাতের বিপ্লব আর চোখের নিদ্রাহীন পাতা খসা আকুতি অনুনয়।
শব্দের মিছিলে আমি ব্যর্থ যাযাবর
মরুভূমির বাতাসে দূরত্বের পথ প্রস্তুত হয় করেছি শিরদাঁড়ার হাড় কাঁপানো সভ্যতায়।

মৃত চোখে ভালোবাসা নেই
মানুষের জন্য ভালোবাসা রাখতে পারিনি এ হৃদয়ের গহীনে
তোমরা দূর হতে দূরে থাকো
রেখোনা কোনো যাতনা পথিকের বুকের সমুদ্র উন্থানে।

গাছেদের জন্য কয়েকটি মৃত প্রজাপতির ডানায় আবার রোদ পড়েছে
জীর্ণ নদীর তীরে আমাদের বাতিঘর বেশ পুরোনো যেখানে দাঁড়িয়ে আছি আমি চিরকাল স্থিরতার পরশ পাথরের মতো
কেউ নেই আশে পাশে
কেউ নেই কথা দেওয়া নেওয়ার
এ নিসর্গ পৃথিবীর অচেনা পথে আমি একা আমি একা আদিকাল।।

© Copyright Reserved
     Abhijit Halder
      17.02.2024