বিষাদের ছায়া পেরিয়ে এসেছি
শহরের প্রতিটি রাজপথে এখন ব্যর্থ পুরুষ হেঁটে যায় চঞ্চল চোখে রাতের তারা গুনে।
অসম্ভব সুন্দর ফুলের পাপড়ির দুঃখে এখন বেশি
সাদা কাগজের উপর পুরানো ব্যথার ধুলো জমে।
হাওয়ার রাতের অন্ধকারে ঘাসের উপর শিশির জমে
জন্ম থেকে জন্ম ধরে রাখি রাখতে পারিনি মিথ্যা পরিচয় জনমানবের সম্মুখে
কারণ আমি ব্যর্থ দার্শনিক
শহরের পথে পথে ঘুরি শূন্যতা হৃদয়ে পুষে।
পৃথিবীর সমস্ত ভালোবাসা মরে যায় মৃত নক্ষত্রের জলে স্নান করে
তবে কিন্তু আমি বিশ্বাস করেছি প্রতিটি গাছের পাতা কিভাবে বেঁচে থাকা ডালে ডালে।
পৃথিবীর সমস্ত গাছে ফুল ফোঁটে না
আবার পৃথিবীর সমস্ত পুরুষ প্রেমিক হয় না এবং পৃথিবীর সমস্ত নারী প্রেমিকা হয় না
তাঁদের ভিতর কিছু কিছু পুরুষ ও নারী
প্রেমিক প্রেমিকা হয়।
আমি পুরুষ থেকে প্রেমিক হতে পারিনি কেনো জানিনা
তবে আমি ব্যর্থ দার্শনিক হয়েছি বিষণ্নতার জনসমুদ্রের রঙমিছিল পদপিষ্ট হয়ে।
© Copyright Reserved
Abhijit Halder
16.02.2024